Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd মে ২০১৯

ইতিহাস ও কার্যাবলী

১৯৫২ সনের ৪২৫(এ)৫২ নং গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ঢাকা ক্যান্টনমেন্ট ঘোষণা করা হয়। ১৯৫২ সনে এর আয়তন ৪৯০.৩১ একর থাকলেও বর্তমানে ঢাকা সেনানিবাস সম্প্রসারিত হয়ে ৩৮০৪.৯১৪৫ একর জমির উপর অবস্থিত এবং এর চতুর্দিক ঢাকা উত্তর সিটি করপোরেশনের এলাকা দ্বারা পরিবেষ্টিত।

ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড প্রধানতঃ সেনানিবাসে বোর্ডের আওতাধীন (ডিওএইচএসসহ) এলাকার উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা, জেনারেল হাসপাতাল পরিচালনা, মূল সড়কে নিরাপত্তা বাতি স্থাপন ও সংরক্ষণ, সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে বাগান সৃজন, বাজার, রাস্তা-ঘাট, মসজিদ, শিশুপার্ক, কবরস্থান স্থাপন ও পরিচালনা, বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনসহ কঞ্জারভেন্সী সার্ভিস প্রদানের মতো সকল প্রকার পৌর দায়িত্ব পালন করে থাকে। এছাড়াও ঢাকা ক্যান্টনমেন্ট ‘সেনানিবাস ইমরাত নির্মাণ বিধিমালা’ অনুযায়ী বোর্ড এর আওতাধীন এলাকায় রাজউক এর মতো ভবন নির্মাণের নকশা অনুমোদন করে থাকে।