বর্তমানে ঢাকা সেনানিবাসের আয়তন প্রায় ৩৮০০ একর। ঢাকা ও মিরপুর সেনানিবাসের বিভিন্ন ইউনিট, ৪টি ডিওএইচএস, ক্যান্টনমেন্ট বাজার এলাকা ও কচুক্ষেত এলাকার ময়লা আবর্জনা সংগ্রহ ও অপসারণ করার জন্য ১৭ টি ট্রাক নিয়োজিত আছে। এছাড়াও বাসা-বাড়ী থেকে ময়লা সংগ্রহের জন্য প্রত্যেক এলাকার জন্য একাধিক ভ্যান নিয়োজিত আছে। ভ্যান দ্বারা ময়লা-আবর্জনা সংগ্রহ করে কালেকশন পয়েন্টে জমা করা হয়। কালেকশন পয়েন্ট থেকে ট্রাকে করে ডাম্পিং গ্রাউন্ডে ময়লা ফেলা হয়। সম্প্রতি ময়লা-আবর্জনা সংগ্রহ ও অপসারণ আধুনিকায়নের জন্য নতুন ট্রাক্টর ও ট্রলি সংযোজন করা হয়েছে। পর্যায়ক্রমে সমগ্র ক্যান্টনমেন্ট এলাকায় এ পদ্ধতি চালু করা হবে।